দূর্নীতির আঁকড়া কৈলাশগঞ্জ ইউনিয়ন এর হরিনটানা গোলের খাল পানি ব্যবস্থাপনা সমিতি.
দাকোপ প্রতিনিধি
দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়ন এর হরিনটানা গোলের খাল পানি ব্যবস্থাপনা সমিতি লিমিটেড ২০১৫ সালে স্থাপিত হওয়ার পর থেকে খাল খনন এর নামে কোটি কোটি সরকারি টাকা আত্মসাৎ, দূর্নীতির আঁকড়া পরিনতি হয়েছে । বর্তমানে চলছে চড়ার খাল খনন এর আগাম টাকা ভাগাভাগির মহা উৎসব।
বিগত আওয়ামী লীগের ইউনিয়ন এর নেতারা এই সমিতির মাধ্যমে শাসন ও শোষণ করে লুটে পুটে খেয়েছে,, বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে ঠিকই কিন্তু সেই দূর্নীতি বাজ আওয়ামী লীগ নেতা কর্মী রা এখনো বহাল তবিয়াতে, চড়ার খাল খনন এর টাকা আত্মসাৎ এর মহা উৎসব এ মেতে উঠেছে, এর খুঁটির জোর কোথায়।
কৈলাশগঞ্জ চড়ার খাল খনন কমিটির সভাপতি, কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তপন মন্ডল, সাধারণ সম্পাদক - কৈলাশগঞ্জ ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শংকর পাইক, বিগত আওয়ামী লীগের আমলে এরা এলাকাবাসীর উপর জুলুম নির্যাতন করেছে, আজ এরাই খাল খনন এর নামে পকেট কমিটি করে পায়তারা করছে,,অথচ নিয়ম খালের সুবিধা ভুগি দুই পারের জনগোষ্ঠীর থেকে গরিব, অসহায় মানুষদের সদস্য নিয়ে কমিটি করে তাদের মাধ্যমে খাল খনন করা।
কিন্তু এ ব্যাপারে এলাকা বাঁশি কিছুই জানেনা,এবং জানানো হয় না, আদ্যবদি এক টাকার সাহায্য জনগণ পায়নি, আওয়ামী লীগের নেতারা যারা গোপনে এই কমিটি করেছে, তারা সদস্য নিয়েছে তাদের পরিবারের সদস্য সদস্যা আত্মীয় সজন দের,, বিল পাশ হলেই কয় জনে মিলে ভাগ বাটয়ারা করে বাড়ি নিয়ে যায়, আর এই দূর্নীতি সাথে সহযগীতায় এই প্রকল্পের প্রশাসন।
বিগত দিনে ছিলেন কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান,, খাল খনন এর নামে চলতো ধংশ যজ্ঞ, খালের দুপারের গাছ পালা কেটে মরুভূমি তে পরিনত করে দিয়ে ছিলো,খালের দুই পাড়ের মাটি কেটে খালের মাঝে ভরাট করা হয়েছে, কোথাও কোথাও তকতা, বাসোই, হেচা টেনে কোটি কোটি টাকা লুটপাট করে ছিল।
আবার ও সেই পন্থায় এল জি ই ডি এর সরকারি টাকা লুটপাট করার মহা ছক করে মহা উৎসব এ মেতে উঠেছে,, এলাকাবাসী উদ্বর্তন কর্মকর্তা ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে ।
এলাকাবাসীর দাবি খালের দুই পারে সকল জনগণ এর ভিতর থেকে সদস্য সংগ্রহ করে, আওয়ামী লীগের সেই সমস্ত দূর্নীতিবাজ দের বাদ দিয়ে নতুন কমিটি করে, সমিতি এবং খাল খনন কর্মসূচি পরিচালনা করতে হবে।
কোন মন্তব্য নেই